করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারের ঘোষণা অনুযায়ী এক সপ্তাহের লকডাউনে সারাদেশ। তারই ধারাবাহিকতায় প্রথম দিনে ফেনীতে চলছে ঢিলেঢালা লকডাউন। লকডাউন বাস্তবায়নে আজ সোমবার সকাল থেকে মাঠে তেমন দেখা মিলেনি প্রশাসন কিংবা আইনশৃংখলা বাহিনীর সদস্যদের।
বন্ধ রয়েছে কিছু শপিংমল-ব্যবসা প্রতিষ্ঠানসহ দূরপাল্লার গণপরিবহন। খোলা রয়েছে সব নিত্যপণ্যের দোকান। পাশাপাশি জরুরি প্রয়োজনে সীমিত পরিসরে খোলা রাখা আছে অফিস-আদালত। তবে লকডাউনে পরিবহন কম থাকায় বিপাকে পড়েছে অফিস যাত্রীরা। এছাড়া সবচেয়ে বেশি বিপাকে পড়েছে দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। কারণ লকডাউনে কাজ বন্ধ থাকায় তাদের কেউ কাজে নিচ্ছেন না।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ