চাঁপাইনবাবগঞ্জে লকডাউন চলাকালিন সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার দায়ে বিভিন্ন দোকান মালিককে র্যাবের সহায়তায় জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বেলা ১১টা থেকে জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের একটি দল।
এ বিষয়ে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জের কোম্পানী কমান্ডার মেজর সাকিব জানান, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন জাহান ও শাহানাজ পারভীনের নেতৃত্বে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের একটি দল চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের, বড় ইন্দারা মোড়, পুরাতন বাজার, নিউ মার্কেট এবং হাসপাতাল রোডে অবস্থিত মার্কেটের আশেপাশের এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় নির্দেশনা অমান্য করে অপ্রয়োজনীয় দোকানপাট খোলা ও ক্রেতারা বসে খাবার গ্রহণের দায়ে ৩ দোকান মালিককে মোট ৩ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে আবার দোকান খোলা রাখা হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
এদিকে লকডাউনের তৃতীয় দিনেও জেলা শহর থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে না গেলেও অভ্যন্তরীণ রুটে সিএনজি, অটোরিক্সা ও মোটরসাইকেল চলাচল অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ