মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানায় অতিরিক্ত নিরাপত্তা চৌকি বসানো হয়েছে। থানার বাড়তি নিরাপত্তার জন্য শুক্রবার এ চৌকি বসানো হয়।
থানা কমপ্লেক্সের এক কোনায় সারি সারি বস্তা দিয়ে এই নিরাপত্তা চৌকি বানানো হয়েছে। এখানে সার্বক্ষণিক একজন পুলিশ সদস্য এলএমজি (লাইট মেশিনগান) নিয়ে অবস্থান করবেন।
শ্রীমঙ্গল থানার ওসি (অপারেশন) নয়ন কারকুন জানান, নাশকতা বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে কেউ না ঘটাতে পরে, তার জন্যই এই নিরাপত্তা চৌকি বসানো হয়েছে। বস্তা দিয়ে বিশেষ ধরনের প্রতিরোধ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এই চৌকিতে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে পুলিশ।
ওসি (তদন্ত) হুমায়ুন কবির বলেন, থানা কম্পাউন্ড ও পুলিশের নিরাপত্তার জন্য এই অতিরিক্ত নিরাপত্তা চৌকি বাড়ানো হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই