ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নে ফেয়ার প্রাইজ ডিলার ওমর ফারুক হোসাইনের বিরুদ্ধে চাল আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও’র) বরাবরে লিখিত অভিযোগ করেন।
স্থানীয়দের অভিযোগ ডিলার ওমর ফারুক ডিলারশীপের শর্ত না মেনে নিজ খেয়াল খুশি মতো তার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বৈধ কার্ড থাকার সত্ত্বেও কার্ডধারি ব্যক্তিদের যথা সময়ে চাল না দিয়ে তাদের বরাদ্দৃকত চাল ঐ ডিলার আত্মসাৎ করছেন বলে অভিযোগে স্থানীয়দের।
এব্যাপারে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজাউল করিম জানান, এলাকাবাসীর অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ডিলারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল