১১ এপ্রিল, ২০২১ ১২:৪৬

সুনামগঞ্জে কালবৈশাখীতে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে কালবৈশাখীতে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

সুনামগঞ্জে কালবৈশাখী ঝড়ে সড়কের উপর বৈদ্যুতিক খাম্বা পড়ে তিন উপজেলারসহ পুরো জেলা সদরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। 

শনিবার (১০ এপ্রিল) গভীর রাতে কালবৈশাখীর ঝড়ে সুনামগঞ্জ-তাহিরপুর ও সুনামগঞ্জ-জামালগঞ্জ সড়কে তারসহ পল্লী বিদ্যুতের ১৩টি খাম্বা সড়কের উপর পড়ে যায়। ফলে তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও জামালগঞ্জ উপজেলার জেলা সদরের সাথে সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ভোগান্তিতে পড়েছেন দুই সড়ক দিয়ে যাতায়াতকারী সাধারণ মানুষ। 

সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী সুদীপ কুমার বিশ্বাস বলেন, 'পড়ে যাওয়া লাইনটি নির্মাণাধীন হওয়ায় সেটি বিদ্যুতায়িত ছিল না। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খুঁটিগুলো অপসারণের কাজ শুরু করা হয়েছে। আজ রবিবার দুপুরের পর অপসারণ কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে।'

 
বিডি প্রতিদিন / অন্তরা কবির 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর