সারা দেশের মতো নাটোরেও চলছে প্রথম দিনের কঠোর লকডাউন। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছে না সাধারণ মানুষ। বেশিরভাগ রাস্তা-ঘাট ফাঁকা জনমানব শূণ্যে।
সকাল থেকেই জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহার নেতৃত্বে নাটোর শহরের বড়হরিশপুর, স্টেশনবাজার সহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অবস্থান নিয়েছে জেলা পুলিশ। এছাড়া সর্বক্ষনিক মোটরসাইকেলে টহল দিচ্ছে পুলিশ সদস্যরা। প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হলে ফিরিয়ে দেওয়া হচ্ছে।
এছাড়া দূরপাল্লার সকল যানবাহন বন্ধ রয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী সাতদিনের কঠোর লকডাউন বাস্তবায়ন করতে পুলিশ মাঠে কাজ করে যাবে বলে জানিয়েছেন পুলিশ সুপার লিটন কুমার সাহা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ