ফরিদপুরের মধুখালীতে ১ হাজার ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী এক যুবককে আটক করেছে র্যাব। বুধবার গভীর রাতে উপজেলার কামালদিয়া ইউনিয়নের টাকদিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মো. মোক্তার শেখ (২৭)। তিনি উপজেলার কামালদিয়া ইউনিয়নের টাকদিয়া গ্রামের মৃত নিজাম শেখের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার গভীর রাতে টাকদিয়া গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলম এবং স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মাহিদুল হাসান। এসময় মাদক ব্যবসায়ী মো. মোক্তার শেখকে ১ হাজার ৬০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
উদ্ধারকৃত ইয়াবা ও অন্যান্য আলামতসহ আটক মোক্তারের বিরুদ্ধে মধুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এমআই