মেহেরপুরে অসহয় দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে নিয়মিত সবজি বিতরণ করছে একদল তরুণ। শনিবার সকালের দিকে মেহেরপুর শহরের পোস্ট অফিস পাড়ায় এই সবজি বিতরণ করা হয়।
উদ্যোক্তা সাব্বির আহমেদ জানান, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর থেকে গত বছর প্রায় ৭৫ দিন মেহেরপুরের বিভিন্ন এলাকায় এসব সবজি বিতরণ করেন তারা। করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ শুরুর পর অর্থাৎ এবছর আজকে সবজি বিতরণের তৃতীয় দিন। তিনি বলেন, মেহেরপুরের সচেতন নাগরিকদের সহযোগিতায় তার কিছু বন্ধুদের নিয়ে এই সবজি বিতরণ করছেন তিনি। বিতরণ করা সবজির মধ্যে রয়েছে আলু, গাজর, ঢেঁড়স, লাল শাক, সাদা শাক সহ বিভিন্ন রকমের সবজি।
বিডি প্রতিদিন/হিমেল