কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে জহির (২৬) নামে এক বাংলাদেশী আহত হয়েছেন। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর সীমান্তে এ ঘটনা ঘটেছে। আহত চোরাকারবারী জামালপুর গ্রামের জব্বারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর গ্রামের জহিরের নেতৃত্বে একদল মাদক চোরাকারবারী ১৫২/১৩(এস) সীমান্ত পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারত থেকে মাদক পাচার করছিল। এ সময় ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবেড়িয়া থানার নাসিরাপাড়া বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি চালালে জহির ডান পায়ে গুলিবিদ্ধ হন।
পরে তাকে উদ্ধার করে বাংলাদেশ সীমানায় পালিয়ে আসে সঙ্গীয় মাদক চোরাকারবারীর দল। গুলিবিদ্ধ জহির গোপনে রাজশাহীতে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় ১৫২/১৩(এস) সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় বিজিবি-বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক হয়েছে। পতাকা বৈঠকে বিএসএফ দাবি করে বাংলাদেশী চোরাকারবারীরা তাদের লক্ষ্য করে ৪-৫ রাউন্ড গুলি বর্ষণ করে। জবাবে তারাও বেশ কয়েক রাউন্ড গুলি করেছে।
বিডি প্রতিদিন/আবু জাফর