৬ মে, ২০২১ ২১:০৫

গাজীপুরে বাস চাপায় শাশুড়ি-পুত্রবধূ নিহত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে বাস চাপায় শাশুড়ি-পুত্রবধূ নিহত

প্রতীকী ছবি

গাজীপুরে বাসের চাপায় ব্যাটারী চালিত অট্রোরিকশার আরোহী শাশুড়ি ও পুত্রবধূ নিহত হয়েছে। নিহতরা হলেন চাঁদপুর জেলার হাইমচর থানার ছোট লক্ষীপুর গ্রামের আবুল বেপারীর স্ত্রী মহিমা খাতুন (৫০) ও তার পুত্রবধূ আব্দুর রহিমের স্ত্রী ফাতেমা খাতুন (২৩)। তারা পরিবারের সাথে গাজীপুর সিটি করপোরেশনের সালনার টেকিবাড়ি এলাকায় বসবাস করতেন। দুর্ঘটনায় অটোরিকশা চালক আহত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সিটি করপোরেশনের টেকনগপাড়া বিআরটিসি ট্রেনিং সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার ওসি কামরুল ফারুক জানান, বিকাল সাড়ে ৩টার দিকে শাশুড়ি ও পুত্রবধূ একটি অটোরিকশাযোগে চান্দনা চৌরাস্তা এলাকা থেকে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে মহাসড়কের ওই স্থানে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতি সম্পন্ন একটি বাস অটোরিকশাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা মারা যায়। দুর্ঘটনায় অটো রিকশা চালকও আহত হয়েছে। তাকে গুরুতর অবস্থায় গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যায়।     

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর