৯ মে, ২০২১ ০১:৪৫

টেকনাফে মাদকসহ এক রোহিঙ্গা আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

টেকনাফে মাদকসহ এক রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফে র‌্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ১ কেজি ক্রিস্টাল আইস মেথসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমোড়া জেলে ঘাট নুরানী জামে মসজিদ গেটের বিপরীতে হাফসা ভাতঘরের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি হলেন- ২৪ নম্বর লেদা নতুন রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এ/৩ এর বাসিন্দা মৃত মো. হোসেনের ছেলে মো. হামিদ (১৯)।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার দুপুরে মাদক ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে  হাফসা ভাতঘরের সামনে অভিযান চালায় র‌্যাব। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে হামিদকে একটি শপিং ব্যাগসহ আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ব্যাগটি তল্লাশি করে ১ কেজি ওজনের ক্রিস্টাল মেথ আইস মাদক পাওয়া যায়।

উদ্ধারকৃত মাদক আইসসহ সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আটক মাদক কারবারিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর