গাজীপুরের কালিয়াকৈরে সাবেক ছাত্রনেতা বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ ও দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার শ্রীফলতলী ইউনিয়নের বড়ইতলী এলাকায় ইসমাইল হোসেন ফাউন্ডেশনের কার্যালয়ের সামনে এসব বিতরণ করা হয়।
ঈদ সামগ্রী বিতরণ করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মাওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইকবাল মাহমুদ চঞ্চল।
এসময় ৭৫টি অসচ্ছল পরিবারের মধ্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী হিসেবে পোলার চাল, চিনি, ডাল, পিয়াজ, সেমাই, সয়াবিন তৈল ও সাবান দেওয়া হয়। এসময় ফাউন্ডশনের অন্যান্য সদস্যরা ও এলাকার কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই