১১ মে, ২০২১ ২৩:৩২

কিশোরগঞ্জে করোনায় কর্মহীন অসহায় মানুষদের খাদ্য সহায়তা

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জে করোনায় কর্মহীন অসহায় মানুষদের খাদ্য সহায়তা

কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল বীর দামপাড়া গ্রামের মৃত গফুর আলীর স্ত্রী বিধবা খুশি বেগম  লোকজনের ডাকাডাকিতে ঘরের দরজা খুলে অবাক হয়ে যান। তার সামনে এক প্যাকেট খাদ্যসামগ্রী নিয়ে দাঁড়িয়ে রয়েছেন আওয়ামী লীগ নেতা এডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটুসহ আরও অনেকেই। আনন্দে আত্মহারা খুশি বেগম বলেন, অভাবের সংসারে যেন চাঁদ হাতে পেলাম।

করোনায় কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের বাড়ি বাড়ি খাদ্য সহায়তা নিয়ে যাচ্ছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের আহ্বায়ক এডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু। মঙ্গলবার (১১ মে) রাতে সদর উপজেলার যশোদল ইউনিয়নের শতাধিক বাড়িতে গিয়ে সৈয়দ টিটুর নেতৃত্বে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা এ খাদ্য সহায়তা পৌঁছে দেন।

খাদ্য সামগ্রীর মধ্যে প্রতি প্যাকেটে রয়েছে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি চিনি, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি লবণ, ১ কেজি পেঁয়াজ ও ১ কেজি মুড়ি।

এসময় যুব লীগ নেতা বসির উদ্দিন রিপন, মোল্লা খায়রুল নোমানী, এডভোকেট মাহবুবুর রশিদ স্বরমিন, মাহফুজুর রহমান, দেলোয়ার হোসেন, মাসুদ রানা, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল কাদের শিবলী, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান নয়ন, আশরাফুল ইসলাম তুষার, কাজী আবেদীন সোলায়মান, আজিজুল হক আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর