নেত্রকোনার দুর্গাপুরে বিল থেকে মাসুম মিয়া (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ মে) সকালে উপজেলার কাকৈরগড়ার রামবাড়ী গ্রামের ডানেউড়া চিতলী বিল থেকে ওই যুবকের লাশটি উদ্ধার করা হয়। নিহত মাসুম উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের চিতলী চরপাড়া গ্রামের ময়জুদ্দিনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চিতলী চরপাড়া গ্রামের কাশেমের বাড়িতে দিনমজুরের কাজ করতো মাসুম। কাজ শেষে প্রতিদিনের ন্যায় সন্ধ্যায় বাড়ি ফিরছেন তিনি। তবে গতকাল সোমবার (১৭ মে) কাজ শেষে চিতলী বিলে মাছ ধরতে যায়। রাতে বাড়ি না ফেরায় বিভিন্ন জায়গায় তার খোঁজাখুঁজি শুরু হয়। সকালে বিলের পাশেই পানিতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করলে মাসুমের পরিবারের লোকজন লাশটিকে শনাক্ত করেন।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি শাহ নুর এ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করে থানায় নেয়া হচ্ছে। ময়না তদন্তের জন্য লাশটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।
বিডি-প্রতিদিন/তাফসির আব্দুল্লাহ