গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোরা এলাকায় মঙ্গলবার (১৮ মে) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে যাতে করে কোনো আন্তঃজেলার পরিবহন প্রবেশ করতে না পারে সেই লক্ষে হাইওয়ে পুলিশ কঠোর অবস্থানে রয়েছেন। এসময় ২০টি বাসকে আটক করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে পুলিশ।
সালনা হাইওয়ে থানার ওসি মীর গোলাম ফারুক জানান, উত্তরবঙ্গে থেকে আন্তঃজেলা বাস চন্দ্রার পরিবর্তে খাড়াজোরায় যাত্রী উঠানামা করছে। এমন সংবাদ প্রদান করেন গাজীপুর রিজিয়নের হাইওয়ে পুলিশের এসপি আলী আহমদ খান এবং ওইসব গাড়িগুলোকে আইনগত ব্যবস্থা নিতে বলেন। পরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের খাড়াজোরা এসে চেকপোস্ট বসিয়ে ২০টি গাড়ি আটক করে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
বিডি-প্রতিদিন/তাফসির আব্দুল্লাহ