নেত্রকোনার মোহনগঞ্জে মন্দিরে চুরির দায়ে দুইজনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া হারমনি, একটি কাঁসার ঘণ্টা, একটি কাঁসার ঝাঁন ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকালে পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার ধর্মপাশা বাজার থেকে তাদের আটক করে মোহনগঞ্জ থানার এসআই হাদিউল ইসলাম।
এর আগে শনিবার মধ্যরাত হতে ভোর পর্যন্ত বড়তলী গ্রামে অবস্থিত শ্রী শ্রী শম্ভুচাঁন বাবার আখড়া থেকে এসব চুরি হয়। এ ঘটনায় বড়তলী গ্রামের রূপন বণিক রবিবার সকালে থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগে দানবাক্স থেকে আড়াই হাজার টাকা, একটি হারমোনিয়াম, একটি কাঁসার ঝান ও একটি খাঁসার ঘণ্টা ও পুজায় ব্যবহৃত কাঁসার বাসন-কুষন চুরি হওয়ার বিষয় উল্লেখ করেন।
আটককৃতরা হলেন, উপজেলার বড়তলী গ্রামের মোস্তফা মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (২৪) ও ধর্মপাশা উপজেলার মিউহারি গ্রামের মো. আলী আকবরের ছেলে মো. রুবেল মিয়া (২৮)। তাদের মধ্যে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে থানায় আরও তিনটি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
এসআই হাদিউল ইসলাম বলেন, চুরি হওয়া জিনিসগুলো ধর্মপাশায় একজন ভাঙারি ব্যবসায়ীর কাছে বিক্রি করেছে এমন গোপন খবরে অভিযান চালিয়ে জাহাঙ্গীরকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যে ভাঙারি ব্যবসায়ী রুবেলকে চোরাইকৃত মালামালসহ আটক করা হয়।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) একেএম মনিরুল ইসলাম সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করে বলেন, মন্দিরে চুরির খবর পাওয়ার পরপরই উদ্ধারে নামে পুলিশ। দ্রুত সময়েই তাদের আটক করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দেয়া হবে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন