যশোরের মণি-রামপুরে রাইসমিলের ফিতায় লুঙ্গি জড়িয়ে জহির হোসেন (৫৫) নামে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। তিনি মণিরামপুরের পলাশী গ্রামের নেপাল মিস্ত্রির ছেলে।
খেদাপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই গোলাম রসুল জানান, জহির হোসেন দীর্ঘদিন ধরে ধরে মণিরামপুরের ভাণ্ডারী মোড়ে সিরাজুল ইসলামের রাইসমিলে মিস্ত্রি হিসেবে কাজ করতেন। বুধবার সকাল আটকার দিকে মিল চালু অবস্থায় তিনি মিলের ফিতার ওপর দিয়ে লাফিয়ে পার হচ্ছিলেন।
এসময় ফিতার সাথে লুঙ্গি জড়িয়ে ছিটকে পড়ে গেলে মাথায় গুরুতর আঘাত পান তিনি। সাথে সাথে তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। সেখানে নেওয়ার পর দুপুর ১২টার দিকে চিকিৎসকরা জহিরকে মৃত ঘোষণা করেন।
এসআই রসুল জানান, নিহতের মরদেহ তার বাড়িতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর