ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১১ টায় শৈলকুপা কলেজ মাঠে উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা জননেতা আ. হাই এমপি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শিকদার শেফালী বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা লিজা, সহকারী কমিশনার (ভূমি) পার্থ প্রতিম শীল, শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামিম আহমেদ খান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শিকদার ওয়াহিদুজ্জামান ইকুসহ সাংবাদিক নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল