নরসিংদী হিন্দু ছাত্র মহাজোটের আলোচানা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে চিনিশপুর কালি মন্দির প্রাঙ্গনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় নবগঠিত কমিটি কোভিড-১৯ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধিসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় কাজ করার অঙ্গীকার করা হয়। প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভো উদ্ধোধন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু মহাজোটের যুব বিষয়ক সম্পাদক কিশোর কুমার বর্মন। নরসিংদী জেলা হিন্দু ছাত্র মহাজোটের আহবায়ক প্রীতম দাসের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোষ্ণামী, নরসিংদী হিন্দু মহাজোটের সাবেক সভাপতি বিশ্বজিৎ সাহা, জেলা হিন্দু মহাজোটের সভাপতি আজয় ভৌমিক, সাধারন সম্পাদক আপু সাহা।
এ সময় আরো উপস্থিত ছিলেন নিটুল সাহা, জেলা হিন্দু ছাত্র মহাজোটের সদস্য সচিব দূর্জয় দাসসহ জেলা ও উপজেলার হিন্দু ছাত্র মহাজোটের সর্বস্তরের নেতাকর্মী। সম্প্রতি প্রীতম দাসকে নরসিংদী জেলা হিন্দু ছাত্র মহাজোটের আহবায়ক ও দূর্জয় দাসকে সদস্য সচিব করে ৭৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
বিডি প্রতিদিন/আল আমীন