শেরপুরের নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে স্থানীয় প্রেস ক্লাবের হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা আকতারুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান কৃষিবিদ বদিউজ্জামান বাদশা ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান উপজেলা চেয়ারম্যান মোকসেদুর রহমান লেবু। নালিতাবাড়ী উপজেলা বঙ্গবন্ধু যুব পরিষদের সভাপতি ও সাবেক জিএস আসাদুজ্জামান সোহেল সঞ্চালনা করেন।
বিডি প্রতিদিন/আল আমীন