নাটোরের লালপুরে সাপের কামড়ে বিপ্লব (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নূরুল্লাপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিপ্লব ওই গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে বিপ্লব তার বাড়ির আঙিনায় হাঁটাহাঁটি করছিল। এসময় তাকে সাপে কামড় দিলে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
পরে তার পরিবারের সদস্যরা ও স্থানীয় লোকজন উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করে। নিহতের ভাই আকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এমআই