বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে ভালুকায় র্যালি ও মানববন্ধন পালন করা হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ভালুকা আঞ্চলিক শাখার আয়োজনে শনিবার সকালে ভালুকা প্রেসক্লাব কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বাসস্ট্যান্ড ফুট ওভারব্রিজ সংলগ্ন মহাসড়কে এসে শেষ হয়।
পরে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা বক্তব্য রাখেন।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ভালুকা আঞ্চলিক শাখার আহ্বায়ক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল শাহ মোহাম্মদ আশরাফুল আলম জর্জের সভাপতিত্বে ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ভালুকা আঞ্চলিক শাখার সদস্য সচিব কামরুল হাসান পাঠান কামালের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, অধ্যক্ষ এআরএম শামসুর রহমান, অধ্যক্ষ হোসনে আরা আকন্দ বিউটি, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান প্রমুখ।
এ সময় বক্তারা এক সময়ের প্রমত্তা খীরু নদীকে রক্ষার দাবি করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর