নেত্রকোনার মোহনগঞ্জে সাজাপ্রাপ্ত দুই মামলার পলাতক আসামি আবিদুল রহমান (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এরআগে রবিবার দিবাগত রাত দুইটার দিকে বারহাট্টা উপজেলার মোহনপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। একটি মামলায় দুই বছর দুইমাস ও ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অপরটিতে তিন মাস কারাদণ্ড দেয়া হয়। দুটোতেই সশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।
তথ্য প্রযুক্তির মাধ্যমে অবস্থান শনাক্ত করে মোহনগঞ্জ থানার এএসআই আবু তাহের ও এএসআই ইমরুলের নেতৃত্বে এ অভিযান চালিয়ে আবিদুলকে গ্রেফতার করে পুলিশ।
আবিদুল মোহনগঞ্জের সহিলদেও নয়াপাড়া গ্রামের হাজি রহমানের ছেলে।
এএসআই আবু তাহের জানায়, ২০০৯ সালের দু'টি চুরি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে আবিদুল এতদিন বিভিন্ন কৌশলে পালিয়ে ছিল। একটি সূত্র হতে তার মোবাইল নাম্বার সংগ্রহ করি। পরে অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সাইদুর রহমান ও ওসি মোহাম্মদ আবদুল আহাদ খানের সহযোগতিায় সেটি ট্র্যাকিং করে তার অবস্থান শনাক্ত করা হয়। গত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করি।
এএসআই ইমরুল জানায়, আবিদুল একজন কুখ্যাত চোর। পাশের আটপাড়া থানয়ও তার নামে একটি মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ