নেত্রকোনার মদনে অগ্নিকাণ্ডে তিনটি দোকান ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার (৭ জুন) সকালে মদন উপজেলার কাইটাইল ইউনিয়েনের জাওলা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করে অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্তদের সহযোগীতার আশ্বাস প্রদান করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার জাওলা বাজারের করিমের মেনোহারি দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। পরে মুহুর্তের মধ্যে আগুনের লেলিনহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। অনেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করতে না পারায় স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। মদন ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে।
মদন ফায়ার সার্ভিসের লিডার রফিকুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে মদন থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা কাজ করে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত