গাজীপুরে বৃষ্টির পানিতে খেলাধুলা শেষে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশু দুই ভাই ও বোন নিহত হয়েছে। এসময় অপর এক শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। নিহতরা হলো-গাজীপুর সিটি কর্পোরেশনের সদর থানাধীন ফাওকাল পূর্বপাড়া এলাকার নুরুল ইসলামের মেয়ে সুমাইয়া বেগম (৮) ও ছেলে ফয়সাল আহমেদ (৫)। নিহতদের মধ্যে সুমাইয়া স্থানীয় পাঁজুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার এস আই ইমতিয়াজ হোসেন জানান, সোমবার দুপুর দেড়টার দিকে নুরুল ইসলামের মেয়ে সুমাইয়া বেগম ও ফয়সাল আহমেদ অন্য দুই শিশুর সঙ্গে বাড়ির পাশের জমিতে জমে থাকা বৃষ্টির পানিতে খেলাধূলা করে। পরে তারা গোসল করতে স্থানীয় চৌধুরী বাড়ির পুকুরে গিয়ে নামলে সুমাইয়া, ফয়সাল ও আব্দুর রাজ্জাকের মেয়ে তোয়া (৭) পানিতে তলিয়ে যায়। এসময় অন্য শিশু মাইশার ডাক চিৎকারে স্বজনরা এগিয়ে আসে। তারা পুকুরে তল্লাশি চালিয়ে তোয়াকে জীবিত অবস্থায় এবং দুই ভাই-বোন সুমাইয়া ও ফয়সালকে মৃত অবস্থায় উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করে। নিহতদের বাবা রাজমিস্ত্রীর এবং মা স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করেন। শিশু দু’টির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বিডি প্রতিদিন/এ মজুমদার