শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন করেছে রাঙামাটির শিক্ষার্থীরা। বুধবার দুপুর ১২টায় রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশগ্রহণ করেন।
এসময় রাঙামাটি সরকারি কলেজ শিক্ষার্থী নিউটন চাকমা, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেরিন নিগার রিমি ও সান্তনা দাশ বক্তব্য রাখেন।
বক্তরা বলেন, করোনা পরিস্থিতিতে দেশের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ প্রায় দেড় বছর ধরে বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। শিক্ষা-প্রতিষ্ঠান টানা বন্ধের কারণে শিক্ষার্থীদের সাথে বইয়ের দূরুত্ব বাড়ছে।
অনেক শিক্ষার্থী বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথেও লিপ্ত হচ্ছে। ছাত্র সমাজ ধ্বংসের পথে। অবিলম্বে স্বাস্থ্যসেবা নিশ্চিত করে সীমিত পরিসরে হলেও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সরকারের কাছে জোর দাবি জানান শিক্ষার্থীরা।
মানববন্ধন শেষে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপা এলাকা গিয়ে শেষ হয়।
বিডি প্রতিদিন/এমআই