ওজনে কম ও খাদ্য দ্রব্যে ভেজাল মেশানোয় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় দুইটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে বিএসটিআই এর মোবাইল কোর্ট।
আজ সোমবার ফুলবাড়ী উপজেলার খড়িবাড়ী বাজারে মেসার্স শহিদুল্লাহ বেকারি ও মেসার্স ভাই ভাই বেকারির মালিককে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করে ২টি মামলা নিষ্পত্তি করা হয়।
অভিযান পরিচালনা করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন দাস। আদালতকে সহায়তা করেন বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার মো. দেলোয়ার।
প্রশাসন ও পুলিশের সহায়তায় ওজনে কম ও খাদ্য দ্রব্যে ভেজাল রোধে বিএসটিআই’র এরূপ মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার মো. দেলোয়ার।
প্রতিদিন/আবু জাফর