বাগেরহাটের মোরেলগঞ্জ বায়জিদ হাওলাদার (১৮) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৪টার দিকে বলইবুনিয়া ইউনিয়নের বাশবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। বলইবুনিয়া ইউনিয়নের বাশবাড়ীয়া গ্রামের দেলোয়ার হোসেন হাওলাদারের ছেলে বায়জিদ রাজৈর নেছারিয়া ফাজিল মাদ্রাসার আলিম ১ম বর্ষের ছাত্র ছিল।
জানা গেছে, ঘটনার সময় নিজ বাড়িতে বৈদ্যুতিক সরঞ্জাম নিয়ে কাজ করার সময় অসতর্কতাবসত বিদ্যুৎস্পর্শে গুরুতর আহত হয় বায়জিদ। এ সময় পরিবারের সদস্যরা দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. মুফতি কামাল হোসেন তাকে মৃত্যু ঘোষণা করেন।
এ বিষয়ে থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, ছাত্র বায়জীদের মৃত্যুর বিষয়ে থানায় অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        