২০ জুন, ২০২১ ২২:২৪

নালিতাবাড়ী পানিহাটা মিশনে হাতির আক্রমণ

নালিতাবাড়ী প্রতিনিধি

নালিতাবাড়ী পানিহাটা মিশনে হাতির আক্রমণ

পানিহাটা মিশনের সীমানার খুঁটি-কাঁটাতার দুমড়েমুচড়ে এইদিক দিয়ে মিশনে প্রবেশ করে হাতি।

শেরপুরের নালিতাবাড়ী রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাটা চার্চ অব বাংলাদেশ সাধু আন্দ্রিয়ের মিশন ও শান্তিধামে বন্য হাতি আক্রমণ করেছে। রবিবার মিশনের সীমানার খুঁটি-কাঁটাতার দুমড়েমুচড়ে প্রায় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় মিশন কর্তৃপক্ষ।

মিশন কর্তৃপক্ষ ও এলাকাবাসী জানায়, মিশনের উত্তর ও পূর্ব দিক দিয়ে সীমানার খুঁটি উপড়িয়ে কাঁটাতার দুমড়েমুচড়ে ও পেছনের গেট ভেঙে বাচ্চাসহ ১৭টি হাতির একটি দল মিশনের ভেতরে প্রবেশ করে। এতে মিশন সীমানার পেছনের গেটসহ ৫০ ফুট কাঁটাতার বিনষ্ট হয়। ফলে মিশনের প্রায় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় মিশন কর্তৃপক্ষ।

পানিহাটা মিশনের ফাদার ডেভিড মৃধা বলেন, রাত তিনটায় হঠাৎ আমাকে ফোনে জানানো হয় আমার ঘরের পাশে হাতি। আমি তাড়াহুড়ো করে উঠে জানালা দিয়ে দেখি আমার ঘরের চারদিক ঘিরে রেখেছে হাতির দল। বাকিরা দাঁড়িয়ে কাঁঠাল খাচ্ছে। পরে মোবাইল করে বিভিন্ন জায়গায় খবর দেই। ঘটনাস্থলে সবাই ছুটে আসে। আমাদের সহযোগিতা করে। সবাই হাতিকে ধাওয়া করলে পরে তারা চলে যায়। তিনি তার মিশনের নিরাপত্তা দাবি করে সরকারের সহযোগিতা কামনা করেছেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর