ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভারতীয় কসমেটিকসসহ এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার রাতে আখাউড়া স্থলবন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ওই যুবক হলো আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের নিলাখাদ গ্রামের মৃত মো. রফিকুল ইসলামের ছেলে মোঃ উজ্জল (৩৪)। এসময় তার কাছ থেকে ভারতীয় কসমেটিকস উদ্ধার করা হয়।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক উজ্জল জানিয়েছে সে ভারত থেকে অবৈধ পথে পণ্য এনে বাংলাদেশে বিক্রি করত। তাকে ভারতীয় পণ্য চোলাচালান করার অপরাধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার