২৩ জুন, ২০২১ ২০:৫৭

কোচিং সেন্টারের পরিচালক হত্যা: ১০ বছর পর ঘাতককে গ্রেফতার করল র‌্যাব

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

কোচিং সেন্টারের পরিচালক হত্যা: ১০ বছর পর ঘাতককে গ্রেফতার করল র‌্যাব

বগুড়ায় চাঞ্চল্যকর প্রগ্রেস কোচিং সেন্টারের পরিচালক শরিফুল ইসলাম হত্যা মামলা পলাতক আসামি হামিদুল ইসলাম (৩৪) গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে কলোনি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হামিদুল শহরের চকফরিদ এলাকার মৃত শাহাজাহানের ছেলে। হামিদুলের বিরুদ্ধে হত্যা-মাদকসহ ৬টি মামলা রয়েছে। একটি মামলায় তার সাজা হয়েছিল। মাদক মামলায় তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। গ্রেফতারের পর তাকে বগুড়া সদর থানা হেফাজতে পাঠানো হয়েছে।

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (লেফটেন্যান্ট কমান্ডার) আব্দুল্লাহ আল মামুন জানান, ১০ বছর আগে ২০১১ সালে বগুড়া শহরে প্রগ্রেস কোচিং সেন্টারের মালিকানা নিয়ে বিরোধের জেরে ভর্তি শাখার পরিচালক শরিফুল ইসলামকে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডে হামিদুল ভাড়াটে খুনি হিসেবে অংশ নিয়েছিল।

ঘটনার পর থেকে তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। তবে মাঝে মধ্যেই বগুড়ার এসে মাদক ব্যবসা চালাতো হামিদুল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর