পটুয়াখালীর বাউফলে মো. পলাশ মোল্লা (২১) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবক নিখোঁজ হয়েছে। পলাশ উপজেলার সদর ইউনিয়নের গোসিঙ্গা গ্রামের ফোরকান মোল্লার ছেলে।
গত ২০ জুন বিকেল ৫টার দিকে পলাশ তার মামার বাড়ি উপজেলার আদাবাড়ীয়া ইউনয়নের মহসেন উদ্দিন গ্রাম থেকে হারিয়ে যায়। এ ঘটনায় সোমবার তার বাবা ফোরকান মোল্লা বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি করেন, যার নম্বর- ১০৮৫।
পলাশের গায়ের রং ফর্সা, মুখ-মণ্ডল গোলাকার, উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। মাথার চুল কালো। হারিয়ে যাওয়ার সময় তার পরনে লুঙ্গি, গায়ে সাদা চেক শার্ট, মাথায় টুপি, গলায় মাপলার ও বাম হাতে ঘড়ি ছিল। তিনি স্বাভাবিক আচরণ করেন। নিজের নাম বলতে পারেন এবং বাউল গান গেয়ে মানুষের কাছে টাকা ও খাবার চেয়ে নেন।
পলাশের খোঁজ পেলে তার বাবা ০১৭৫৮৯৫১৫৭৫ ও ০১৭৫৬৬৮০৪৪৬ নম্বর মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন।
বিডি প্রতিদিন/এমআই
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        