রংপুর নগরীতে নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। বুধবার দুপুরে নগরীর সাতগাড়া খলিফাপাড়া এলাকায় নির্মাণকাজ চলার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত হরিদাস চন্দ্র (৩২) ১২ নম্বর ওয়ার্ডের পকিফান্দা বালাবাজার এলাকার ভবেশ চন্দ্র দাসের ছেলে। দুর্ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোহনা অ্যাপার্টমেন্টের ৮ তলা ভবনের ওপর কাজ সময় হরিদাস চন্দ্র সেখান থেকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি আব্দুর রশীদ জানান, এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার