গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে মাঠেরহাট নামক স্থানে আজ বৃহস্পতিবার সকাল দশটার দিকে প্রশিক্ষণ কার চাপায় বুলু রাণী মহন্ত (৪৫) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। বুলু রাণী গাইবান্ধা সদরের গোপালপুর গ্রামের নারায়ণ বর্মণের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাঠেরহাট এলাকায় গাইবান্ধা-পলাশবাড়ী সড়ক সম্প্রসারণের কাজ চলছিল। সেখানে অন্য শ্রমিকদের সাথে বুলু রাণীও কর্মরত ছিলেন। সেসময় গাইবান্ধা থেকে পলাশবাড়িগামী একটি প্রশিক্ষণ কার নিয়ন্ত্রণ হারিয়ে বুলু রাণীকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই বুলু রাণীর মৃত্যু হয়।
পলাশবাড়ী থানার ওসি মাসুদার রহমান জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরে রাজী না হওয়ায় তাদের ইচ্ছায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের কাজ চলছে।
বিডি প্রতিদিন/আবু জাফর