বাগেরহাটে লকডাউনের অষ্টম দিনে জেলা সদরসহ ৯টি উপজেলায় সেনাবাহিনী, নৌবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে। বৃহস্পতিবার লকডাউনের মধ্যে ব্যবসা-প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে চারজনকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
পাশাপশি করোনায় স্বাস্থ্যবিধি না মানায় জেলাজুড়ে ১১টি ভ্রাম্যমাণ আদালত ১১০টি মামলায় ১১৮ জনকে ৫৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে। এদিকে, লকডাউনের মধ্যে সড়কে যন্ত্রচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক চলাচল বেড়েছে।
বাগেরহাটে লকডাউনে জেলার প্রবেশদ্বারসহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। জেলার উপকূলীয় উপজেলা মোংলায় নৌবাহিনী-কোস্টগার্ড ও বাগেরহাট শহরসহ ৯টি উপজেলায় সেনাবাহিনীর পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ স্থানে টহল দিচ্ছে।
বিডি প্রতিদিন/এমআই