ফরিদপুরে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে প্রয়োজনীয় অক্সিজেন সিলিন্ডার ও চিকিৎসা সামগ্রী দিয়েছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রি (বিসিআই)।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালে ৫০টি অক্সিজেন সিলিন্ডার ও প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী দিয়েছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রি (বিসিআই)।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে এসব সামগ্রী হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। বিসিআই-এর পক্ষে অক্সিজেন সিলিন্ডার ও চিকিৎসা সামগ্রীগুলো তুলে দেন পরিচালক ড. যশোদা জীবন দেবনাথ ও খায়ের মিয়া।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান, সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান, প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী।
বিডি প্রতিদিন/কালাম