নেত্রকোনায় করোনা আক্রান্ত রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন ও ওষুধ সরবরাহের উদ্যোগ নিয়েছে জেলা বিএনপি।
দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় শনিবার দুপুরে নেত্রকোনা পৌর শহরের ছোট বাজাস্থ দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এ কর্মসূচীর সূচনা করা হয়।
এ সময় অনুষ্ঠানে জেলা বিএনপি'র আহ্বায়ক ডাক্তার আনোয়রুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা জেলা বিএনপির সদস্য-সচিব ডক্টর রফিকুল ইসলাম হিলালী।
এ সময় জেলা বিএনপি'র আহ্বায়ক জানান, দেশব্যাপী অক্সিজেন সংকট দেখা দিয়েছে। তাই সঙ্কটময় পরিস্থিতিতে দেশের মানুষের পাশে থাকবে বিএনপি।
এসময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু, যুবদলের আহ্বায়ক মশিউর রহমান, যুগ্ম আহ্বায়ক সাহাব উদ্দিন রিপনসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সূচনা অনুষ্ঠানে চারটি সিলিন্ডার দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন