২৯ জুলাই, ২০২১ ২০:৪৮

গুরুদাসপুরে খাদ্য সহায়তা পেয়েছেন ৭৩৫ পরিবার

নাটোর প্রতিনিধি:

গুরুদাসপুরে খাদ্য সহায়তা পেয়েছেন ৭৩৫ পরিবার

জাতীয় জরুরি সেবা ‘৩৩৩’ তে কল করে খাদ্য সহায়তা চাওয়া করোনাকালীন অসহায় কর্মহীন মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দিচ্ছে উপজেলা প্রশাসন। গত সাত দফায় মোট ৭৩৫টি পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। 

গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল বাড়ি বাড়ি গিয়ে ওই খাদ্য সহায়তা পৌছে দিচ্ছেন।  

ইউএনও মো. তমাল হোসেন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী করোনার প্রভাবে কর্মহীন মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়ার নির্দেশ বাস্তবায়ন করা হচ্ছে। আমাদের ‘৩৩৩’ হটলাইনে যারা ফোন করেছিলেন তাদের তথ্য যাচাই-বাচাই করে গত ৭ দফায় ৭৩৫টি পরিবারের ঘরে ঘরে খাবার পৌছে দেয়া হয়েছে। খাদ্য সহায়তা পৌছে দিতে সহযোগিতা করেছে এ্যাসিল্যান্ড ও স্বেচ্ছাসেবক টিম। 

খাদ্য সহায়তা পেয়ে সাধারণ মানুষ প্রধানমন্ত্রীসহ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিডি প্রতিদিন/এ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর