গাজীপুরের রাজেন্দ্রপুর চৌরাস্তা পুলিশ চেকপোস্টে মো. রকিব (২০) নামে এক মাদকসেবীকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস এলাহী এ কারাদণ্ডের আদেশ দেন।
চেকপোস্টে ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস এলাহী জানান, শুক্রবার বিকেলে ময়মনসিংহ থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকারে যাত্রীবোঝাই দেখে প্রাইভেটকারটির গতিরোধ করা হয় এবং যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় সন্দেহ হলে এক যাত্রীকে তল্লাশি করে তার পকেটে গাঁজার তিনটি পুড়িয়া পাওয়া যায়। রকিব নামে ওই যাত্রী নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকার করে যে, সে একজন মাদকসেবী। পরে তাকে ভ্রাম্যমাণ আদালত ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও তিনশত টাকা অর্থদণ্ড দিয়ে গাজীপুর জেলা কারাগারে প্রেরণ করেছেন। সাজাপ্রাপ্ত রকিব ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার মো. আব্দুল মান্নানের ছেলে।
গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত ৯টি মোবাইল কোর্ট ৪৮টি মামলায় ৪৮ জনকে ৩৬ হাজার ৬০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন