৩১ জুলাই, ২০২১ ১৫:২৫

ঝিনাইদহে ভোগান্তি উপেক্ষা করে ছুটছে মানুষ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ভোগান্তি উপেক্ষা করে ছুটছে মানুষ

ঝিনাইদহে ভোগান্তি উপেক্ষা করে ঢাকা শহরের উদ্দেশ্যে ছুটছে মানুষ। চলমান কঠোর লকডাউনের মাঝেও কলকারখানা খোলার ঘোষণায় মহাসড়কে বেড়েছে মানুষের ঢল। 

শনিবার সকাল থেকেই ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে ঢাকাগামী যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন স্থান থেকে ইজিবাইক, ভ্যান রিকশাযোগে টার্মিনালে এসে ভিড় করছে তারা। গণপরিবহন বন্ধ থাকায় বিপাকে পড়েছেন এই কর্মজীবী মানুষ। কাজে যোগ দিতে ইজিবাইক, মাহেন্দ্রসহ ছোট ছোট যানে ঢাকায় ফিরতে হচ্ছে তাদের। এক জেলা থেকে অন্যজেলায় গিয়ে সেখান থেকে নতুন বাহনে ছুটছেন তারা। যাত্রীদের অতিরিক্ত চাপে ইচ্ছেমতো ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ তাদের। কয়েকগুণ বেশি ভাড়া গুনতে হচ্ছে তাদের। যানবাহন না পেয়ে অনেককে বসে থাকতে দেখা গেছে।

এ ব্যাপারে ঝিনাইদহ ট্রাফিট ইন্সপেক্টর সালাহউদ্দিন জানান, সকাল থেকে টার্মিনালে মানুষের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে। তারা ছোট ছোট যানবাহনে করে নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর