ঝিনাইদহে করোনায় আক্রান্ত দুস্থ রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করেছে জেলা বিএনপি। শহরের এইচ এস এস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে আজ বুধবার সকালে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক এ্যাড. এস এম মশিয়ুর রহমান, সদস্য সচিব এ্যাড. এম এ মজিদ, যুগ্ম আহবায়ক জাহিদুজ্জামান, সদর উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড. মুন্সী কামাল আজাদ পান্নু, সদস্য সচিব আলমগীর হোসেন, পৌর বিএনপির আহবায়ক আব্দুল মজিদ বিশ্বাস, সদস্য সচিব মাহবুবুর রহমান শেখরসহ অন্যান্যরা।
এসময় আয়োজকরা জানান, ঝিনাইদহের ৬ উপজেলার বিভিন্ন গ্রামে করোনায় আক্রান্ত দুস্থ মানুষের মাঝে ঔষধ বিতরণ করা হবে। এছাড়াও দুস্থ রোগীদের বাড়িতে গিয়ে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ওষুধ, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হবে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির