লালমনিরহাটের হাতীবান্ধায় মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ীদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলার সঙ্গে জড়িত থাকায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে ওই উপজেলার নওদাবাস এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলেন- পশ্চিম নওদাবাস এলাকার সুধান চন্দ্রের দুই ছেলে বিশ্বনাথ ও বিধান, আব্দুর রহিমের ছেলে আইয়ুব আলী ও পুর্ব নওদাবাস এলাকার সুরুজ্জামানের ছেলে শামীম।
হাতীবান্ধা থানার এসআই আজমীর হোসেন জানান, মাদক ব্যবসায়ীদের উপস্থিতির গোপন সংবাদ পেয়ে নওদাবাস এলাকায় অভিযান চালানো হয়। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি মোটরসাইকেল রেখে পালিয়ে যায় মাদক ব্যবসায়ীরা। পরে পুলিশ মোটরসাইকেলে তল্লাশি চালানোর সময় মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে তিন পুলিশ সদস্য আহত হন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলার সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার করে।
হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম বলেন, আহত পুলিশ সদস্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এরই মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার