ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ও ফুলপুরে ধান ক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছেন- ঈশ্বরগঞ্জের রুবেল মিয়া (১৬) ও ফুলপুরের দেলোয়ার হোসেন (২৯)। তারা দুজনেই ধান ক্ষেতে কাজ করতে গিয়েছিল।
ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কাদির মিয়া ও ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, বুধবার দুপুর একটার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলার আশ্রফপুর গ্রামের জমিতে ধান রোপন করছিল রুবেল মিয়া। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।
অপরদিকে ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের নারিকেলি গ্রামে দেলোয়ার হোসেন নামের এক কৃষক বজ্রপাতে নিহত হয়েছে। দুপুর দেড়টার দিকে দেলোয়ার ক্ষেতের আইল পরিষ্কার করছিল। এসময় বজ্রপাত হলে সে মারা যায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার