রাজবাড়ী কালুখালী থেকে ৯০ হাজার জাল টাকা,জাল টাকা তৈরির মেশিনসহ মো. নান্নু মুন্সী নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে ৭ কেজি ৪০০ গ্রাম গাঁজা। গাঁজা বিক্রির ৭৯ হাজার টাকা পাওয়া যায়।
গ্রেফতারকৃত নান্নু মুন্সী কালুখালী উপজেলার চর-নারায়নপুর গ্রামের মৃত আ. রশিদ ফকিরের ছেলে।
মঙ্গলবার দুপুরে চর-নারায়নপুর গ্রামের নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয় তাকে।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) প্রাণবন্ধু বিশ্বাস বলেন, কালুখালীতে বেশ কিছুদিন ধরে জাল টাকা প্রচলনের অভিযোগ আসছিলো গোয়েন্দা পুলিশের কাছে। সেই বিষয়টি নিয়ে কাজ করে ডিবি পুলিশ। এরপর জানা যায় কালুখালীতে এক ব্যক্তি জাল টাকা তৈরি করে বিভিন্ন জায়গায় সরবরাহ করে। সেই সংবাদের ভিত্তিতে নান্নু মুন্সীকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত নান্নু মুন্সীকে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালতের কাছে রিমান্ড চাইবে বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন