গাইবান্ধার গোবিন্দগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ১৭.৭ কেজি গাঁজা ও মাদক বহনকারী দুটি সিএনজি চালিত অটোরিক্সাসহ সাত মাদক ব্যবসায়ীকে সোমবার গ্রেফতার করেছে র্যাব-১৩।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা ও সিএনজিসহ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, লালমনিরহাট জেলার মামুন মিয়া (২২), মমিদুল হক (২৩), রাজিনুর রহমান (২৩), সঞ্জিব রায় (২১), সিএনজি চালক বিশাদ রায় (২৫) ও মো. নুরুজ্জামান (৪০) এবং গাইবান্ধা জেলার পাভেল সরকার (২৬)।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ জানান, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বেশ কিছুদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করেন। তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় র্যাব বাদী হয়ে মাদক মামলা দায়ের করেছে এবং তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার