সিলেটের বিশ্বনাথে যৌথ পারিবারিক কবরস্থানের গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় সংঘর্ষের আশঙ্কা করছে এলাকাবাসি। এ ঘটনায় একটি পক্ষ থানায় লিখিত অভিযোগও দিয়েছে।
স্থানীয় সূত্র ও অভিযোগ থেকে জানা যায়, উপজেলার অলংকারি ইউনিয়নের বেতসান্দি গ্রামে একটি পারিবারিক কবরস্থান রয়েছে। এটি গ্রামের একই গোত্রের মৃত আজর আলীর ছেলে ফয়জুল ইসলাম গং ও মৃত আলা উদ্দিনের ছেলে সায়েকুর রহমান সায়েক গংসহ পাঁচ পরিবারের যৌথ কবরস্থান।
তবে গতকাল রবিবার জোরপূর্বক গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়। পরে গ্রামের পঞ্চায়েতের মধ্যস্থতায় তা রক্ষা পায়। এ ঘটনায় ফয়জুল ইসলাম জানান,আমাদের পূর্ব পুরুষরা এ কবরস্থান নির্মাণ করেছিলেন। তাদের নামে রেকর্ডও আছে। সম্প্রতি তারা আমাদের বঞ্চিত করার চেষ্টা চালায়। এক পর্যায়ে নির্বিচারে একাধিক গাছ কেটে নেয় ওরা।
বক্তব্য জানতে অভিযুক্ত সায়েকুর রহমানের মুুঠোফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ থানার এসআই সৈয়দ ফখরুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উভয় পক্ষকে সর্তক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রায়োজনীয় ব্যবস্থাও নেয়া হচ্ছে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির