দিনাজপুর-ঢাকা মহাসড়কের বিরামপুরে পিকআপ ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শুভ হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
গত বুধবার দিবাগত রাত ৮টার দিকে দিনাজপুর-ঢাকা মহাসড়কের বিরামপুরের বেগমপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শুভ হোসেন (২৬) জয়পুরহাট জেলার দূর্গাপুর ইউপির থিওট গ্রামের সরফরাজ হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যার দিকে দিনাজপুর-ঢাকা মহাসড়কের ফুলবাড়ী থেকে মোটরসাইকেল যোগে শুভ হোসেন জয়পুরহাটে যাচ্ছিলেন। পথে বিরামপুরের বেগমপুর মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে গুরুতর আহত অবস্থায় শুভ হোসেনকে উদ্ধার করে স্থানীয়রা বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আলী হোসেন জানায়, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়।
বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা