বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভার বদরপুর এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ মো. খলিল এবং মো. ছিদ্দিক নামে দুই ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার সকালে এই অভিযান চালায় তারা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/আল আমীন