বগুড়ার গাবতলী উপজেলায় নিখোঁজের তিনদিন পর পুকুর থেকে মমতাজ বেগম (৩৬) নামে এক নারীর ভাসমান লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
মমতাজ বেগম গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের তেলকুপি গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে। বুধবার সকালে বাড়ির পাশে একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। ।
থানা পুলিশ সূত্রে জানা যায়, মমতাজ বেগম দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন। এ কারণে সংসার ভেঙ্গে যাওয়ার পর থেকে বাবার বাড়িতেই থাকতেন মমতাজ বেগম। গত ১২ সেপ্টেম্বর নিজ বাড়ি থেকে নিখোঁজ হন তিনি। অনেক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান পাননি তার স্বজনেরা। এ ঘটনায় মঙ্গলবার পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বুধবার সকালে নিজ বাড়ির পাশে পুকুরে মমতাজ বেগমের লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে স্থানীয়দের দেয়া খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
গাবতলী মডেল থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে পোষ্টমর্টেমের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।
বিডি প্রতিদিন/আল আমীন