কক্সবাজারের উখিয়ার পালংখালী থেকে ৩ লাখ ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)-১৫।
রবিবার সকালে এ অভিযান চালায় র্যাব।
আটককৃত পাচারকারীরা হলো, উখিয়ার পালংখালীর ধামনখালী এলাকার মোহাম্মদ সোনা আলীর ছেলে আবদুল মালেক (২৭) ও মোহাম্মদ আলমের ছেলে মোহাম্মদ ওসমান গণি (২২)।
রবিবার সন্ধ্যা ৬ টায় র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, পালংখালীর ধামনখালী এলাকায় কতিপয় ব্যক্তি ইয়াবা পাচার করার গোপন সংবাদে রবিবার সকালে অভিযান চালানো হয়। র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে আবদুল মালেক ও ওসমান গণি সুকৌশলে পালানোর চেষ্টাকালে তাদের আটক করা হয়। তাদের আটক করে সাথে থাকা ২টি বস্তা ভর্তি ৩ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, তাদের সাথে আরও কয়েকজন ব্যক্তি জড়িত রয়েছে। তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজসে টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন